চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নির্বাচন চান সাধারণ ব্যবসায়ীরা

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:০০ পূর্বাহ্ণ

চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির নেতাদের প্রতি আগামী দুই মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সাধারণ সদস্যরা। সমপ্রতি সমিতির সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখা সেই চিঠিতে দুই শতাধিক ব্যবসায়ী স্বাক্ষরযুক্ত করেন। চিঠিতে তারা বলেন, আপনাদের কমিটি বহাল রেখে নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। অথবা বর্তমান কার্য্যকরী কমিটির সদস্য ব্যাতিত এবং যারা পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক নয়, সে সকল ব্যক্তিদের দিয়ে আহবায়াক কমিটি গঠন করে নির্বাচনের ব্যবস্থা করে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মান বজায় রাখবেন। আহবায়াক কমিটির মেয়াদ দুই মাসের অধিক হতে পারবে না। অবশ্যই নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে বিতর্কিত কর্মচারীদের অপসারণ করবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
পরবর্তী নিবন্ধসাইডার ইন্টারন্যাশনাল স্কুলে চারদিন ব্যাপী বিজ্ঞান ও আইটি উৎসব