চাক্তাই লোকনাথ ধামে প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

| শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ at ২:০৪ অপরাহ্ণ

চাক্তাই লোকনাথ ধামের উদ্যোগে লোকনাথ ব্রহ্মচারী ২৯৫তম আবির্ভাব ও ধামের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার মধ্য দিয়ে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিলপূজা, ভোগরাগ, অন্নপ্রসাদ আস্বাদন, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ধর্মসম্মেলন, ভক্তি সংগীতানুষ্ঠান। উৎসব উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দাশের সভাপতিত্বে ধর্মসম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। আশীর্বাদক ছিলেন সন্তোষী মা লোকনাথ সেবাশ্রমের সাধিকা মা কানন দেবী।

লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সহসভাপতি কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস। বক্তব্য রাখেন চাক্তাই লোকনাথ ধাম পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মান্না বিশ্বাস, সহসভাপতি স্বপন কুমার সাহা প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে।

অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন বেতার ও টিভি এবং স্থানীয় শিল্পীবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে সভা
পরবর্তী নিবন্ধবোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা