নগরীর চাক্তাই খালের বাদুরতলা হারিছ শাহ্ মাজার সংলগ্ন এলাকা ও ঘাসিয়ার পাড়া অংশে পরিচ্ছন্ন অভিযান চালিয়েছে চসিক। অভিযানে প্রায় ১শ ট্রাকের মত বর্জ্য পরিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, ওই এলাকায় বর্জ্য, গৃহস্থালি আবর্জনা ও পলিথিন ফেলার কারণে খালটি ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের কোনো কোনো অংশে গজিয়ে উঠেছে কচুরিপানা। সব মিলিয়ে পানি চলাচলের প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল দীর্ঘদিন ধরে। গতকাল চসিকের পরিচ্ছন্নকর্মীদের কার্যক্রম শেষে খালের স্বাভাবিক পানি চলাচলের প্রবাহ ফিরে আসে।
উল্লেখ্য, চসিকের নিয়মিত এ কার্যক্রম তদারকি করেন প্রশাসক খোরশেদ আলম সুজন। সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ায় বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। তবে পরিচ্ছন্ন অভিযান মুঠোফোনের মাধ্যমে তদারকি করেন প্রশাসক। অভিযানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী, সিদ্দিকুল ইসলাম, হারুনুর রশীদ জাসেদ, আমিনুল ইসলাম, প্রকৌশলী কামাল পাশা, প্রফেসর জসীম উদ্দীন, প্রকৌশলী রিয়াজুল হক, আজহারুল ইসলাম, আব্দুর রহমান, মো. আলমগীর, খোরশেদ আলম ও মাহী বি তাজওয়ার চৌধুরী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।