চট্টগ্রাম নগরীর চাক্তাই খাল থেকে মো. পারভেজ প্রকাশ বিল্লু (২৪) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেলে চাক্তাই খালের খলিফাপট্টি এলাকার কোতোয়ালী থানার অংশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম। নিহত পারভেজ প্রকাশ বিল্লু নগরীর বাকলিয়া থানাধীন বউবাজার পুলিশ বিট এলাকার ফারুক কলোনির মো. হোসেনের ছেলে।
জানা গেছে, বিকেলে চাক্তাই খালের খলিফাপট্টি এলাকায় স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালী থানার পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্ত করেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।