চাক্তাই খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

চাক্তাই খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজি ও শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দেয়া স্মারকলিপিতে বক্তারা বলেন, ট্রাক প্রতি চাঁদাবাজির কারণে বস্তাপ্রতি খরচ বৃদ্ধিতে ভোগ্যপণ্যের দাম দিন দিন বেড়ে চলেছে। এতে সরকারের বিরুদ্ধে জনঅসন্তোষ বেড়ে চলেছে। নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন ও মামলাহামলা বন্ধে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ গ্রহণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষ কান্তি চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চাক্‌তাই ট্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমিতির প্রধান উপদেষ্টা নিজাম উদ্দীন কাজল, চাক্‌তাই খাতুনগঞ্জ ট্রাক, কভার্ডভ্যান, মিনি ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, চাকতাই ট্রাক শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি জেবল হোসেন লেদু, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন বেল্লাল, সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, সদস্য কবির, মোহাম্মদ মিলন, আব্দুস শুক্কুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধ১১টি সিএনজি আটক, ২২ হাজার টাকা জরিমানা