চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

সভাপতি কাশেম, রফিক সা. সম্পাদক

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:২৭ পূর্বাহ্ণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক (২০২২-২৫) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার মধ্যম চাক্তাই মমতা ট্রেডার্সে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট সাতটি পদে প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোটগ্রহণ হয়েছে কেবল ছয় পদে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক শেখ মো. জামাল, সাংগঠনিক সম্পাদক মো. ফোরকান, ক্রীড়া সম্পাদক পলাশ চৌধুরী, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন চৌধুরী ও মো. আলাউদ্দীন আলো।
ভোটে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মো. ইরফানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক সজল মজুমদার, অর্থ সম্পাদক খোরশেদুল আলম, প্রচার সম্পাদক মো. নিজাম উদ্দীন। এছাড়া কার্যনির্বাহীর সদস্যরা পরবর্তীতে দপ্তর সম্পাদক নির্বাচন করবেন।
এসময় প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর চৌধুরী, নির্বাচন কমিশনার অজয় কৃষ্ণ দাশ মজুমদার, ফয়েজ উল্লাহ চৌধুরী বাহাদুর, মোহাম্মদ মুনির চৌধুরী এবং নির্বাচন কমিশনার সচিব এম এ করিম নির্বাচন কার্যক্রম পরিচালনা করেন।
প্রধান নির্বাচন কমিশনার আবু বক্কর চৌধুরী বলেন, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চাক্তাই আড়তদার ও ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত মো. আবুল কাশেম বলেন, যারা জয়ী হয়েছে এবং যারা পরাজিত হয়েছে সবাইকে সাথে নিয়ে ব্যবসায়ীদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. নুরুজ্জামান
পরবর্তী নিবন্ধআলেমদের আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মাওলানা নূরী