চাক্তাইয়ে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে দুই হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার নগরীর চাক্তাই এলাকার ওসমানিয়া গলিতে অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ এসব পলিথিন জব্দ করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মতিন, পরিদর্শক মনির হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআইআইইসিতে আলোকচিত্র প্রদর্শনী
পরবর্তী নিবন্ধনগরে ছিনতাইকারী দলনেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা উদ্ধার