চাক্তাইয়ে টেম্পো লেগুনা সংঘর্ষ, যাত্রী নিহত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর চাক্তাই চামড়ার গুদাম এলাকায় টেম্পো ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে একজন যাত্রীর মৃত্যু হয়েছে। তার নাম সুজন বড়ুয়া। তিনি বোয়ালখালীর শাকপুরা এলাকার সন্তোষ বড়ুয়ার ছেলে। গত শুক্রবার রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহত সুজন বড়ুয়া টেম্পোর যাত্রী ছিলেন এবং তিনি টেম্পোর ডান পাশে বসেছিলেন। উল্টো দিক থেকে আসা লেগুনার সাথে টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কোনো মামলা হয়নি। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, সুজন বড়ুয়া সিইপিজেডের একটি কারখানায় চাকরি করতেন। গ্রামের বাড়িতে ছুটি কাটিয়ে তিনি নগরীর বাসায় ফিরছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে ১০ দিনে ৮০০ কোটি টাকার ব্যবসা
পরবর্তী নিবন্ধ১৬ দিন আগে অপহৃত কিশোরীকে ঢাকা থেকে উদ্ধার