রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা দেশের পতাকাবাহী বিমানসংস্থা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা না খোলায় সেটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারছে না।
এয়ারক্রাফটটির আজ রাত ৯টায় অবতরণ করার কথা থাকলেও ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে সেটি নামতে পারছে না।
এখন ফ্লাইটটি চট্টগ্রামের আকাশে চক্কর দিচ্ছে বলে জানা গেছে।