দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিক্রি থেকে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ আয় করেছে প্রশাসন। চার দিনে ১১৬২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এতে প্রশাসনের আয় দাঁড়িয়েছে ২ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে মনোনয়ন নিয়েছেন ৫২৮ জন প্রার্থী। প্রত্যেকে ৩০০ টাকা ফি পরিশোধ করায় আয় হয় ১ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা। অপরদিকে হল সংসদের ৬৩৪ জন প্রার্থী ২০০ টাকা ফি দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করায় আয় হয় ১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা। সব মিলিয়ে মোট আয় দাঁড়ায় ২ লাখ ৮৫ হাজার ২০০ টাকা।
মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল ১৪ সেপ্টেম্বর থেকে। প্রথমে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও শিক্ষার্থীদের চাপের মুখে সময় বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত সংগ্রহের সুযোগ দেওয়া হয়। আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে কমিশন। এরপর ২৩ সেপ্টেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর।
চাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে শুরু হবে গণনা। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে, তাই এবারের নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।