ডাকসু জিএস এস এম ফরহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা। গতকাল বুধবার বাদ জোহর রাজধানীর কাটাবন মসজিদে তাদের আকদ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে এই আকদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উভয় পরিবারের নিকটাত্মীয়দের পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির, আপ বাংলাদেশ ও জাতীয় ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডাকসু জিএস এস এম ফরহাদ চট্টগ্রামের সন্তান। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। ফরহাদ ঢাবি সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বর্তমানে ডাকসুর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, চাকসু নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা চবি সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।












