চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল নির্বাচন ২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক দ্বিতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপস্থিত ছিলেন উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চাকসু ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) নুরুল্লাহ নুরী।
সভায় জেলা ও উপজেলা প্রশাসন, র্যাব, পুলিশ, এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নিয়ে নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নানা মতামত ও পরামর্শ দেন। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, চাকসু নির্বাচনের ওপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নির্ভর করছে। সফলভাবে এই নির্বাচন সম্পন্ন করতে পারলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং আমরা সবাই নতুন ইতিহাসের সাক্ষী হবো। তবে সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিক সহযোগিতা অপরিহার্য।
উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বড় ইভেন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা আমরা পেয়েছি। চাকসু নির্বাচনেও তাদের একই রকম সহযোগিতা আশা করছি। তিনি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধ, হলগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং নিয়মিত টহল জোরদারের নির্দেশনা দেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মনির উদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্য। এখন পর্যন্ত কোনো নেতিবাচক আচরণ দেখা যায়নি, বরং সব প্রার্থীর সহাবস্থান পরিলক্ষিত হচ্ছে। আশা করি নির্বাচন হবে উৎসবমুখর ও অংশগ্রহণমূলক।
সভায় আরও উপস্থিত ছিলেন চবি বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসনিক কর্মকর্তাসহ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উপস্থিত ছিলেন র্যাব–৭ এর হাটহাজারী ক্যাম্পের এসপি মো. সাইফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটিএসবি’র ডিসি মো. গোলাম রুহুল কুদ্দুস, চট্টগ্রাম জিআরপি’র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ান সাঈদ জিকু, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, ফায়ার সার্ভিস ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। সভা সঞ্চালনা করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী। তিনি সভার শুরুতে কেন্দ্রভিত্তিক নির্বাচনি প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।