চাকসু নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে উপাচার্যের মতবিনিময়

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এবং উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। সভায় চবি উপাচার্য চাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ পদ্ধতি এবং নির্বাচনের সুষ্ঠু আয়োজন সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ঘটে যাওয়া হামলার বিষয়টিও আলোচনায় আসে।

মতবিনিময় সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, আসন্ন চাকসু নির্বাচনের ফলাফল দ্রুত ঘোষণার জন্য মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন হবে এবং সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।

শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনগুলো এখন জাতীয় আগ্রহের বিষয় হিসেবে পরিণত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, রাকসু ও চাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকবে এবং ডাকসু ও জাকসুর অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, পুলিশের আইজিপি বাহারুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব, চট্টগ্রাম ও রাজশাহী জেলা প্রশাসক এবং চবি সহকারী প্রক্টর প্রফেসর ড. মো. কোরবান আলীসহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থা গুরুতর
পরবর্তী নিবন্ধশিবিরের প্যানেলে সনাতন ধর্মাবলম্বী দৃষ্টিপ্রতিবন্ধী প্রার্থী