চাকসু নির্বাচনে লড়ছেন ৪৮ নারী প্রার্থী

চবি প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদের মধ্যে ৪৮ জন নারী শিক্ষার্থী, যা নির্বাচনে নারী প্রতিনিধিত্বের নতুন এক মাত্রা তৈরি করেছে। গতকাল রাত সাড়ে ৮টার দিকে তথ্যটি নিশ্চিত করেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। তিনি জানান, নারী প্রার্থীরা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে একজন করে নারী প্রার্থী রয়েছেন। ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১২ জন, দপ্তর সম্পাদক পদে একজন, নির্বাহী সদস্য পদে ৬ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে রয়েছেন ৩ জন নারী প্রতিদ্বন্দ্বী। বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে একজন করে নারী প্রার্থী রয়েছেন। যুগ্মসাধারণ সম্পাদক ও যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে দুইজন করে, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদেও দুইজন নারী প্রার্থী রয়েছেন। সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে একজন, সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সহদপ্তর সম্পাদক পদে একজন এবং সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে দুইজন নারী প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন একজন নারী প্রার্থী। এটি প্রমাণ করে যে, নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ইতিমধ্যে গুরুত্বপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে এবং আগামী নির্বাচনে তারা সক্রিয়ভাবে নেতৃত্বে অংশ নিতে চলেছেন।

উল্ল্লেখ্য, দীর্ঘ তিন যুগ পর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চাকসু নির্বাচনের আমেজে পুরো ক্যাম্পাস এখন সরগরম। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত চাকসু নির্বাচন।

পূর্ববর্তী নিবন্ধনতুন করে আরও দুই প্যানেল ঘোষণা
পরবর্তী নিবন্ধবিভিন্ন প্রতিষ্ঠানের কাছে চট্টগ্রাম ওয়াসার বকেয়া দিনদিন বাড়ছে