চাকসু নির্বাচনের তোড়জোড় ঈদের পর পূর্ণাঙ্গ রোডম্যাপ

প্রশাসনের প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র সম্পর্কে পরামর্শ জানানোর শেষ দিন আজ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৬ মে, ২০২৫ at ৭:৫৭ পূর্বাহ্ণ

৫ আগস্টের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলো তাদের কার্যক্রম নির্বিঘ্নে চালাচ্ছে। দীর্ঘ সময় পর ক্যাম্পাসে এমন পরিবেশ ফিরে পেয়ে ছাত্র সংগঠনগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের জোরালো দাবি তুলেছে। বর্তমান প্রশাসনও চাকসু নির্বাচন দিতে আগ্রহী ও আন্তরিক। এ নিয়ে ছাত্র সংগঠনগুলোর সাথে কয়েক দফা বৈঠকও করেছে বর্তমান প্রশাসন। গত বৃহস্পতিবার চাকসুর গঠনতন্ত্র খসড়া উপস্থাপন নিয়ে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠক করেছে প্রশাসন। ওই বৈঠকে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন। এছাড়া আজ সোমবার পর্যন্ত ছাত্র সংগঠনের প্রস্তাবিত খসড়া প্রসঙ্গে পরামর্শ প্রদানের সময় বেধে দেওয়া হয়। চাকসুর নির্বাচন নিয়ে তোড়জোড় দেখা গেছে ক্রিয়াশীল সংগঠনের মধ্যে। নিজেদের কর্মী সংগ্রহ এবং বিভিন্ন ভালো কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মন জয় করার প্রবণতা দেখা গেছে। ইতোমধ্যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা এসেছে। আসন্ন ঈদুল আজহার পরপরই নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা হবে বলে প্রশাসন জানিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যেই একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার এসব বিষয় জানান চবি উপউপাচার্য (প্রশাসন) ও চাকসু নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। তিনি বলেন, চাকসুর গঠনতন্ত্র প্রায় চূড়ান্ত। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে দুবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। তাদের প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে। আগামীকাল (আজ) ফিডব্যাক দেওয়ার শেষ দিন। তারা ফিডব্যাক দিক বা না দিক, আমরা চূড়ান্ত প্রতিবেদন সিন্ডিকেটে জমা দেব। ঈদের পরপরই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে। সেখানে গঠনতন্ত্র চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে চাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। প্রফেসর ড. কামাল উদ্দিন আরও জানান, নির্বাচনের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন রসায়ন বিভাগের প্রফেসর ড. মনির উদ্দিন। জানা গেছে, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭০ সালে। এরপর ১৯৭১, ১৯৭৩ ও ১৯৮০ সালে আরও তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ও পঞ্চম নির্বাচন হয় ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স আই ইনস্টিটিউটের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে
পরবর্তী নিবন্ধবর্গফুটে ৫ টাকা বাড়িয়ে গরুর চামড়ার দাম নির্ধারণ