চাকসুর ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা

| মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ৭ম ক্যাবিনেটের প্রথম কার্যনির্বাহী সভা গতকাল সোমবার বিকাল চারটায় চাকসুর সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার এর সভাপতিত্বে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন এবং চাকসুর নবনিযুক্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।

সভাপতির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্‌ইয়া আখতার চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের অভিনন্দন জানান। তিনি বলেন, আশা করি, চাকসুর প্রতিনিধিদের মতামত, পরামর্শে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং বিশ্ববিদ্যালয় সবদিক থেকে এগিয়ে যাবে।

প্রথম কার্যনির্বাহী সভার শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এরপর চাকসু জিএস সাঈদ বিন হাবিব এর সঞ্চালনায় ভিপি ইব্রাহীম হোসেন রনি, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ আলোচ্য বিষয়সমূহ উপস্থাপন করেন। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং দাবিদাওয়া নিয়ে মতামত, পরামর্শ ও প্রস্তাবনা তুলে ধরা হয়।

সভায় চাকসুর প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহসাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহদপ্তর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিমা আক্তার (দ্বীপা), বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মো. মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, সহযোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. ফজলে রাব্বি তৌহিদ, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য হলেন জান্নাতুল ফেরদাউস সানজিদা, আদনান শরীফ, সালমান ফারসী ও মো. সোহানুর রহমান। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধলঘুচাপ : উপকূলে জোয়ারের উচ্চতা বাড়ার আভাস
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ৩১ দফার সমর্থনে বিএনপির প্রচারণা ও র‌্যালি