দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাচন। চাকসুতে নির্বাচিত প্রতিনিধিদের গ্যাজেট প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। এছাড়া, তাদের শপথ গ্রহণ আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
গত রোববার রাত সাড়ে ৯টায় এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ.কে. এম আরিফুল হক সিদ্দিকী।
তিনি বলেন, চাকসুর নির্বাচিতদের গ্যাজেট মঙ্গলবার প্রকাশিত হবে এবং তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে। হল সংসদে নির্বাচিতদের শপথ গ্রহণ পরবর্তীতে স্ব–স্ব হলে অনুষ্ঠিত হবে।
অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার জন্য আমরা সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। সবাই বলছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, এখন আমরা চাকসুর নির্বাচিতদের গ্যাজেট নিয়ে কাজ করছি। নির্বাচিতদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে চিঠি পাঠানো হবে।