চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকায় একাধিক ভুল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর নুরুল হামিদের নাম এই তালিকায় পাওয়া গেছে। একইভাবে ওই বিভাগের অপর এক শিক্ষক রন্টু দাশও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অথচ ছাত্র সংসদের ভোটার হওয়ার কথা কেবল শিক্ষার্থীদের। এখানেই শেষ নয়। শহীদ ফরহাদ হোসেন হলটি পুরুষ শিক্ষার্থীদের জন্য হলেও এর ভোটার তালিকায় পরিসংখ্যান বিভাগের পাঁচ ছাত্রীকে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
খসড়া তালিকা পর্যালোচনা করে বিষয়গুলো সামনে এসেছে। এটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত সোমবার বিকালে ওয়েবসাইটে খসড়া তালিকা প্রকাশ করে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তালিকা সংশোধনের জন্য আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, ভোটার তালিকায় যদি কোনো শিক্ষার্থীর ভুল তথ্য আসে তাহলে সে তার বিভাগে আবেদন করবে। এই আবেদনের কপি নির্বাচন কমিশনকে দেখালে তা সংশোধন করা হবে। আর শিক্ষকদের বিষয় হলো বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি করা শিক্ষার্থীদেরও ভোট দেওয়ার সুযোগ আছে। কিন্তু তারা যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন তাহলে গঠনতন্ত্র অনুযায়ী তিনি চূড়ান্ত তালিকা থেকে বাদ যাবেন। হয়তো বিভাগ থেকে ভুলে খসড়া তালিকায় নাম চলে এসেছে।