চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রস্তুত সম্পন্ন করা হয়েছে। চাকসুর ভোটার লিস্টে মোট ভোটার তালিকাভুক্ত হয়েছেন ২৫,৮৬৬ জন শিক্ষার্থী। গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, খসড়া ভোটার তালিকা চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আমরা চাকসুর মোট ২৫,৮৬৬জন ভোটারকে তালিকাভুক্ত করেছি। বিভাগ থেকে অনেক সময় ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের এলোমেলো সংখ্যা আসে। এজন্য আমরা আগে একটি খসড়া তালিকা প্রকাশ করছি। আমাদের মোট ভোটার সংখ্যা ঠিক আছে তবে ছেলে শিক্ষার্থী ও মেয়ে শিক্ষার্থীদের সংখ্যাগত পরিবর্তন আসলে আসতেও পারে। আমরা পুনরায় চেক করে চূড়ান্ত তালিকা প্রকাশ করব।’
তিনি আরও জানান, ‘চাকসু নির্বাচনের মোট ভোটার তালিকাভুক্তদের মধ্যে নারী ভোটার সংখ্যা ১০,৮৪১জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫,০২৫জন।“
চাকসুর নির্বাচনী তফসিল অনুযায়ী গতকাল (১ সেপ্টেম্বর) চাকসুর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। যা প্রকাশ করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১২ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।