দুদকের বরখাস্তকৃত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন চাকরি ফেরত পেতে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন। গতকাল রোববার তার পক্ষে আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক এ রিট আবেদনটি করেন। আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে বলেন, দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনের অপসারণ বিষয়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে সুপ্রীম কোর্টের ১০ আইনজীবীর করা রিট আবেদনটি পেন্ডিং রয়েছে। আগামী ১৫ মার্চ উক্ত বিষয়ে শুনানি হবে। গত ১৬ ফেব্রুয়ারি দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফ উদ্দিনকে অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮- এর বিধি ৫৪ (২) তে প্রদত্ত ক্ষমতাবলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ-সুবিধা (যদি থাকে) পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। যা ১৬ ফেব্রুয়ারি অপরাহ্ন থেকে কার্যকর গণ্য হবে।