এনআইডি (জাতীয় পরিচয় পত্র) ভুলে মায়ের চেয়ে ১৩ বছরের বড় হওয়া সেই পাকু দাশ অবশেষে চাকরি ফিরে পেয়েছে। গতকাল সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী তার চাকরি আবেদন অনুমোদন করেন। আজ বুধবার থেকে কর্মস্থলে যোগ দিবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) এ অস্থায়ী পরিচ্ছন্ন কর্মী। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম।
জানা যায়, গত ২৮ অক্টোবর অস্থায়ী পরিচ্ছন্নকর্মী পাকু দাসের চাকরি চলে যায়। চাকরি হারানোর কারণ খুঁজতে এসে তিনি জানতে পারেন তার বয়স ৬৭ বছর পেরিয়েছে। যাদের বয়স ৫৯ বছর পূর্ণ হয়েছে চসিক তাদের চাকরি থেকে অব্যহতি দিয়েছে।
বয়স ৫৯ পূর্ণ হওয়ার কথা শুনে মাথায় যেন ‘বাজ’ পড়ে তার। কারণ তার মায়ের বয়সও যে ৫৯ হয়নি। পরে জানা গেল, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাকুর জন্ম ১৯৫৫ সালের ২০ এপ্রিল। আবার তার মা রাধা রাণী দাস এর জন্ম জন্ম ১৯৬৮ সালের ৩ আগস্ট। অর্থাৎ মায়ের চেয়ে ১৩ বছর ৩ মাস বড় পাকু। এরপর গত দুই মাস ধরে চেষ্টা করেও পরিচয় পত্র সংশোধন করতে পারে নি পাকু।
বিষয়টি নিয়ে ‘গত ২৭ ডিসেম্বর দৈনিক আজাদীতে ‘চাকরি হারানোর পর জানা গেল ছেলে মায়ের চেয়ে ১৩ বছরের বড়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর টনক নড়ে সংশ্লিষ্টদের। গত সোমবার পাকু দাশের এনআইডি সংশোধন করে দেয় নির্বাচন কমিশন। সংশোধিত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পাকু দাশের জন্ম ১৯৮৫ সালের ২০ এপ্রিল।