চাকরি প্রত্যাশীদের ভ্যাট প্রত্যাহার চাই

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫২ পূর্বাহ্ণ

অধিকাংশ চাকরি প্রত্যাশীদের টিউশন ছাড়া আয়ের তেমন কোন উৎস নেই। চাকরি প্রস্তুতি নেওয়া বেকারেরা বেশিরভাগ টিউশনি করে চলেন। অনেকে আবার পরিবারকে সহায়তা করেন। বইপত্র শিক্ষা উপকরণ সব কিছুর দাম বাড়ার কারণে একজন বেকারের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। এখন আবার চাকরি পরীক্ষার আবেদন ফি পরিশোধের ক্ষেত্রে ভ্যাট যুক্ত করা হয়েছে। অনেকটা ‘মরার উপর খাঁড়ার ঘা’ এর মত। তাই কর্তৃপক্ষের কাছে আবেদন এই সিদ্ধান্ত সংশোধন করে ফি কমানোর ব্যবস্থা করা হোক। অন্যথায় বেকারদের হতাশা আরো বৃদ্ধি পাবে।

শরীফ হাসান

সন্দ্বীপ,

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমহাদেবী ভার্মা : নারীবাদী লেখক
পরবর্তী নিবন্ধসময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে : বাংলাদেশে গণতন্ত্রের এসিড টেস্ট!