চাকরি ছাড়ছেন কমলা হ্যারিসের স্বামী

| শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২০ at ৫:৪২ পূর্বাহ্ণ

চাকরি ছাড়ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগলাস এমহফ (৫৬)। নতুন দায়িত্ব পালনে স্ত্রীকে সাহায্য করতেই চাকরি ছাড়ার এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। নিয়ম অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি শপথ নেবেন যুক্তরাষ্ট্রের নবনির্বচিত প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। ওই শপথ অনুষ্ঠানের আগেই হ্যারিসের স্বামী চাকরি ছাড়বেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম ‘সেকেন্ড জেন্টলম্যান’ ডগলাস এমহফ পেশায় একজন আইনজীবী। ২০১৭ সাল থেকে ‘ডিএলএ পাইপার’ নামে আইন বিষয়ক একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি। প্রতিষ্ঠানটির অন্যতম শেয়ারহোল্ডারও তিনি। প্রতিষ্ঠানটিতে মূলত বিনোদন, খেলাধূলা ও সংবাদমাধ্যম বিষয়ক মামলাগুলোর দেখভাল করতেন হ্যারিসের স্বামী।

পূর্ববর্তী নিবন্ধলন্ডনে থানা ভেঙে ভেতরে গাড়ি, আটক ১
পরবর্তী নিবন্ধকরোনাভাইরাসে আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি হাসপাতালে