চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন তাকে অপসারণ করে অফিস আদেশ জারি করেছেন। এতে তারিখ রয়েছে ১৫ ডিসেম্বর। তবে গতকাল মঙ্গলবার বিষয়টি জানাজানি হয়।
অফিস আদেশে বলা হয়, ঝুলন কুমার দাশকে সিটি কর্পোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯, এর ৬৪(২) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি মোতাবেক ৯০ দিনের বেতন নগদে প্রাপ্য হবেন। জারির দিন থেকে অফিস আদেশটি কার্যকর হবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে গত ১৪ আগস্ট এ প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করে চসিক। একই দিন তার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২৭ সেপ্টেম্বর তাকে রংপুর সিটি কর্পোরেশনে (রসিক) বদলি করে মন্ত্রণালয়। গত ৮ ডিসেম্বর তাকে রসিক থেকে চসিকে বদলি করে মন্ত্রণালয়। একইসঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে চসিককে নির্দেশনা দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।