চাকরির শুরুতে ছিলেন চট্টগ্রামে, রাউজানে আত্মীয়তার সম্পর্ক

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুদকের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পু। সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনিই হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি। তার সাথে রয়েছে চট্টগ্রামের ঘনিষ্ঠ আত্মীয়তা। রয়েছে আবেগের সম্পর্কও। মো. সাহাবুদ্দিন চট্টগ্রামের রাউজানের বেয়াই। তাঁর একমাত্র পুত্র আরশাদ আদনান বিয়ে করেছেন রাউজানের বিনাজুরীর ব্যবসায়ী মরহুম সৈয়দুল হকের মেয়ে চেমন আরা সুমীকে।

এছাড়া চাকরিজীবনের শুরুতে চট্টগ্রামে জীবনের বেশ কিছু সময় কাটিয়েছেন মো. সাহাবউদ্দিন চুপ্পু। ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সময়ে প্রথমে চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ এবং পরে চট্টগ্রামের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মোরশেদ এবং জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি চট্টগ্রামের ৩য় যুগ্ম জেলা ও দায়রা জজ থাকাকালীন তাঁর স্ত্রী রেবেকা সুলতানা রাঙ্গুনিয়ার ইউএনও হিসেবে দায়িত্বে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক হেনস্তার ঘটনায় চবির ছাত্রলীগ নেতা মারুফ বহিষ্কার
পরবর্তী নিবন্ধসংকটের সর্বশেষ বাধাও পার