চাকরির লোভ দেখিয়ে তিনজনকে নেওয়া হলো মিয়ানমারে

এক পরিবারে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৮ অক্টোবর, ২০২৩ at ১০:০১ পূর্বাহ্ণ

নগরীর অলংকার মোড়ে দৈনিক দুই হাজার টাকা বেতনে চাকরি দেওয়ার নাম করে তিন তরুণকে নিয়ে যাওয়া হয় মিয়ানমারে। ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অপহৃত একজনের পরিবারের কাছে। চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে বলে আজাদীকে জানিয়েছেন চান্দগাঁও থানার ওসি খাইরুল ইসলাম।

তিনি বলেন, চান্দগাঁও থানাধীন বরিশাল বাজারের তিন তরুণকে গত ১৫ অক্টোবর শাকিল নামে এক যুবক ডেকে বলেন, অলংকার মোড়ে তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দেবেন তিনি। দৈনিক দুই হাজার টাকা করে পাবে। সরল বিশ্বাসে মমিন ও অজ্ঞাতনামা দুজন শাকিলের সাথে যাওয়ার পর আর ফিরে আসেনি। ১৬ অক্টোবর মমিনের মা মোরশেদা বেগমের কাছে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ফোনের অপর প্রান্তের ব্যক্তি জানান, অপহৃত তিনজন বর্তমানে মিয়ানমার আছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হলে পুলিশ সোমবার রাতে অপহরণকারী চক্রের দুই সদস্য আরমান ও ইয়াসিনকে গ্রেপ্তার করে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধজ্বালানি তেলের দাম নির্ধারণের ‘ফর্মুলা’ চূড়ান্ত : নসরুল