চাকরির বয়সসীমা ৩২ বছরে উন্নীতসহ চার দাবি

ছাত্র ঐক্য পরিষদের মানববন্ধন

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

চাকরিতে বয়সসীমা ৩২ বছরে উন্নীতসহ চার দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছে চাকুরিপ্রার্থী যুবক যুবতীরা। গতকাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রাসেল আহমেদ, জান্নাতুল হাফসা, আতাহার সাকিব, আবদুল কাদের, অপু দে, সুজন, তাহসান, নয়নসহ আরও অনেকে।
সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি, নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ, নিয়োগ পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং একইদিন একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থাসহ চার দফা দাবি সম্বলিত ব্যানার, পেস্টুন বহন করেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করেন এবং ৪ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে চার জয়িতাকে সংবর্ধনা
পরবর্তী নিবন্ধঅতিরিক্ত স্থূলতা স্তন ক্যান্সারের কারণ