ভবিষ্যতের চাকরির বাজারের জন্য প্রস্তুতি নিতে হলে প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, এখন গতানুগতিক গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন করে বর্তমান প্রেক্ষাপটে পড়াশোনা শেষ এটা ভাবলে হবে না। আপনাদেরকে লাইফ লং লার্নিং মেন্টালিটি রাখতে হবে। কর্মমুখী শিক্ষা নিতে হবে, প্রযুক্তি ব্যবহার শিখতে হবে এবং ভাষাগত কমিউনিকেশন দক্ষতা অর্জন করতে হবে। তবেই আপনি নিজের জীবনে সফল হতে পারবেন এবং প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন করতে পারবেন।
তিনি বলেন, আমি এমন অনেক সফল চাকরিজীবী এবং বড় উদ্যোক্তাকে দেখেছি যারা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করেনি কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রযুক্তি নিয়ে জ্ঞান অর্জন করার ফলে তারা তাদের কর্মক্ষেত্রে সফল হয়ে উঠেছে। তাই আজকে আপনাদের উদ্দেশ্যে আমার একটি উপদেশ আপনারা প্রযুক্তি বিষয়ক দক্ষতা অর্জন করুন।
তবেই আপনারা ভবিষ্যৎ চাকরির বাজারের সবসময় প্রস্তুত থাকতে পারবেন। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি মালয়েশিয়ার (এমএমইউ) প্রেসিডেন্ট অধ্যাপক দাতো ড. মাজলিহাম মো. সুউদ। বক্তব্য দেন, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেইন, ইউএসটিসির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ইউএসটিসির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এ আই ইসলাম।
ইউএসটিসির সূত্র অনুযায়ী, এবারের সমাবর্তনে প্রায় আট হাজার ৯৭৫ জনেরও স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী উত্তীর্ণ শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিয়েছে। যাতে বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভারত, ভুটান, মালদ্বীপ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শিক্ষার্থীও রয়েছে। সমার্বতনে চ্যান্সেলর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, জাতীয় অধ্যাপক (ডা.) নুরুল ইসলাম গোল্ড মেডেল অ্যাওয়ার্ড এবং ডিন’স মেডেল অ্যাওয়ার্ড এই চার ক্যাটাগরিতে ৮৪ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়।
প্রসঙ্গত, ১৯৮৯ সালের ১৩ মে থেকে উচ্চশিক্ষা প্রসারের লক্ষ্যে চট্টগ্রামে প্রথম বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) স্থাপন করেছেন চিকিৎসা শিক্ষা ও গবেষণার অন্যতম পথিকৃৎ জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।












