চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারী ও শিশুদের নগরীতে এনে পতিতাবৃত্তি করানোর দায়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এরা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)। গত বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ভুক্তভোগী ৪ জনকে উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার আজাদীকে বিষয়টি জানিয়েছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি বলেন, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরীব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে নগরীতে এনে ভাড়া বাসায় আটক করে জোরপূর্বক পতিতাবৃত্তি করানো হচ্ছে। এমন অভিযোগ আমাদের কাছে আসলে আমরা গোপনে খোঁজ খবর সংগ্রহ করি। এক পর্যায়ে নগরীর পতেঙ্গা ও ইপিজেড এলাকায় আমরা তাদের সন্ধান পাই।
গ্রেপ্তার ৬ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘৃণ্য এ অপকর্মে জড়িত থাকার কথা তারা স্বীকারও করেছেন বলে জানান র্যাব কর্মককর্তা।