নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু এলাকার একটি বাসা থেকে ধর্ষণের শিকার এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব-৭। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃতরা হলেন বাঁশখালীর ছনুয়া মধুখালী এলাকার মো. জসিম উদ্দিন (২৭), একই এলাকার নুরুল আজিম (২৮), পূর্ব চাম্বল এলাকার মোহাম্মদ নবী (২২) এবং পাথরঘাটা ওমর আলী মার্কেট এলাকার মো. জাবের আহাম্মদ (৪৮)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গত রোববার ভুক্তভোগীর বাবার অভিযোগ পেয়ে অভিযানে নামে র্যাবের একটি টিম। অভিযানে জানা যায়, ফ্রি পোর্ট এলাকার একটি গার্মেন্টেসে চাকরির প্রলোভন দেখিয়ে বাঁশখালী থেকে ওই কিশোরীকে নিয়ে এসে জিম্মি করে ধর্ষণ করে চার ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পালাক্রমে ধর্ষণের কথা স্বীকার করেছেন। আইনানুগ ব্যবস্থা নিতে তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।