চাকরির নামে ভার্চুয়াল স্বাস্থ্য পরীক্ষা

গোপন ভিডিও নিয়ে প্রতারণা

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

গুগলসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে ‘ভার্চুয়াল মেডিকেল’ বা স্বাস্থ্য পরীক্ষার নামে ‘গোপন ভিডিও’ ধারণ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার রাতে ঢাকার নর্দ্দা এলাকা থেকে ফাহাদ নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব জানিয়েছে, তার প্রতারণার খপ্পরে পড়েছিলেন শতাধিক নারী। খবর বিডিনিউজের।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ১৯ বছর বয়সী ওই তরুণ নারায়ণগঞ্জে তার বাবার ফলের দোকানে থেকে সহায়তা করত। এর মধ্যেই ছড়ান প্রতারণার জাল। ফল বিক্রির আড়ালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘অনলাইন জব বিডি’, ‘পার্ট টাইম জবস ইন ঢাকা’ ও ‘পার্ট টাইম জবস ইন বাংলাদেশ’ নামের পেইজে সদস্য হয়ে চাকরির বিজ্ঞাপন দিত। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া ফাহাদ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে মোটা অংকের বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরি প্রত্যাশীদের ফাঁদে ফেলত। এই ফাঁদে পা দিয়ে শতাধিক নারী প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার শিকার কয়েকজন নারীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর র‌্যাব তদন্তে নামে। এরপর ফাহাদকে চিহ্নিত করে তাকে গ্রেপ্তারে শুরু হয় অভিযান।
ফাহাদের প্রতারণার পদ্ধতি বর্ণনা করে র‌্যাবের মুখপাত্র আল মঈন বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় চাকরির কথা বলে তাতে আকৃষ্ট করতে ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ‘সদস্য ফি’ নিত এবং কখনও কখনও বিভিন্ন অ্যাপের মাধ্যমে নারী কণ্ঠ বানিয়ে কথা বলত। তার কথায় এবং স্বল্প টাকা ‘সদস্য ফি’ ভেবে তার সঙ্গে যোগাযোগ করত চাকরি প্রত্যাশীরা। ওই তরুণ কোভিড মহামারীকে কৌশল হিসাবে নিয়ে সরাসরি সাক্ষাতের সুযোগ দিত না বলে জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
তিনি বলেন, নারী কণ্ঠ ব্যবহার করে ‘ভার্চুয়াল মেডিকেলের’ নামে নিজের দিকের ক্যামেরা বন্ধ রেখে চাকরি প্রত্যাশীদের ‘নুড ভিডিও’ ধারণ করত ওই তরুণ। পরে সেগুলো চাকরি প্রার্থীদের কাছে পাঠিয়ে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা দাবি করা হত। এভাবে প্রায় দেড় বছরে ওই তরুণ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান খন্দকার মঈন।
গ্রেপ্তার তরুণ ‘মাদকাসক্ত’ এবং তার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপে ফ্যাশন হাউস ও সুপার শপে আগুন
পরবর্তী নিবন্ধ৬ কোটি টাকার ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক