বাঁশখালী যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সরল ইউনিয়নের পাইরাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। হাঁস, ছাগল ও গাভী পালনের উপর এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
বাঁশখালী যুব উন্নয়ন অধিদপ্তরে সহকারি কর্মকর্তা মামুনুর রশিদের সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিস সহায়ক শ্যামল কান্তি মজুমদার, উদ্যোক্তা ফাহিম চৌধুরী, সরল ইউ,পি সদস্য মোস্তাক আহমদ ও প্রশিক্ষণার্থীগন।
প্রধান অতিথি বলেন, আধুনিক ও প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থায় চাকরির চেয়ে যারা উদ্যোক্তা হবে তারা বেশি উন্নয়ন করতে পারবে। আর এ উন্নয়নের অন্যতম চাবিকাঠি হলে প্রশিক্ষণ। তিনি যারা এ প্রশিক্ষণ গ্রহন করে বাস্তব জীবনে কাজে লাগিয়ে আত্ননির্ভরশীল হওয়ার আহবান জানান।












