চাকরিতে পুনর্বহালের আবেদন দুদকের সেই কর্মকর্তা শরীফ উদ্দিনের

| বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ৬:৪৯ অপরাহ্ণ

দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে অপসারিত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন চাকরি ফিরে পেতে কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। বুধবার (৭ আগস্ট) এই আবেদন করেন তিনি।

শরীফ উদ্দিন দীর্ঘসময় চট্টগ্রামে কর্মরত ছিলেন। তিনি কক্সবাজারে ৭২টি প্রকল্পে সাড়ে ৩ লাখ কোটি টাকার ভূমি অধিগ্রহণে দুর্নীতি, কিছু রোহিঙ্গার এনআইডি ও পাসপোর্ট জালিয়াতি, কর্ণফুলী গ্যাসে অনিয়মসহ বেশকিছু দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি মামলা করেন। এতে তিনি অনেকের ‘চক্ষুশূল’ হয়ে উঠেছিলেন।

২০২১ সালের ১৬ জুন শরীফ উদ্দিনকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এরপর তাকে ‘অজ্ঞাত’ কারণে চাকরিচ্যুত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধড. ইউনূসের সাজা বাতিল
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তীকালীন সরকারের শপথ কাল রাত ৮টায় : সেনাপ্রধান