চাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সভা সমপ্রতি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি এসএম হারুনুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সভায় সমিতির নির্বাচনের বিষয়ে এনামুল হক এনামকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন–মোহাং আবসার উদ্দিন এম.কম, ওমর আজম, মহিউদ্দিন আহমেদ বেলাল, মীর আহম্মদ সওদাগর, মো. আলী আব্বাস তালুকদার, জামাল উদ্দিন, স্বপন কুমার সাহা, মো. আহসান খালেদ পারভেজ, আলী আকবর সওদাগর ও নাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।