চাই

জাহিন আহমেদ | সোমবার , ২৮ আগস্ট, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

এই রিমঝিম বর্ষায়

তোমাকে কাছে পেতে মন চায়

তোমার ভেজা চুলের পানি গুলি

আনা মনে আবারও বৃষ্টি ঝরায়।

এই রিমঝিম বর্ষায়

তোমাকেই কাছে পেতে মন চায়,

তোমার এই ভেজা শরীর যেন

ময়ুরীর পেখমের মত খুলে যায়

ভেজা ময়ুরী যেন লজ্জায় মুখ লুকাতে চায়।

এই রিমঝিম বরষায়

আমার মনেরেই বাসনায়

তোমাকেই কাছে পেতে আমার এই মন চায়

আজ এই রিমঝিম বরষায়

নিলাঞ্জনায় তোমাকেই সাজাতে চাই।

পূর্ববর্তী নিবন্ধবড় হওয়ার বিড়ম্বনা
পরবর্তী নিবন্ধকর্মে হও স্মরণীয়