ভালোবাসা শব্দটি খুব ছোট। কিন্তু এর গভীরতা ব্যাপক। পৃথিবীতে ভালোবাসা ব্যতিত মানব জীবন অসম্পূর্ণ। বলা বাহুল্য মা–বাবা ভাই–বোন আত্মীয়–স্বজন কিংবা পরিচিতজনদের নিখুঁত ভালোবাসা। মানুষ স্রষ্টার উপর নির্ভরশীল। এর পরে আলোচিত ব্যক্তিদের ভালোবাসাতো প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এড়িয়ে যাবার মতো নয়। যেমন ধরুন, আপনার প্রতিবেশীর প্রতি সৃষ্ট অনুরাগও আপনাকে সর্বদা মূল্যায়ন করতে হয়। তবে এরই মাঝে আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে কতটুকু ভালোবাসে সেটা অনুধাবন করতে যেন ভুল না হয়। অনেক সময় উপলব্ধি করা যায়, যাকে আপনি পছন্দ করেন কিংবা গুরুত্ব দেন, সে ততটুকু আপনাকে গুরুত্ব দেয় না কিংবা আপনাকে বোঝার চেষ্টা করে না। তাই আপনি এমন একজন প্রিয়জন নির্বাচন করুন, যে আপনার অনুভূতিকে ঠিকঠাক গুরুত্ব দেয়ার চেষ্টা করে। স্বার্থের দুনিয়ায় বিশুদ্ধ ভালোবাসা পাওয়া অনেকটা কষ্টসাধ্য। তবে এ কথাও ঠিক যে, সঠিক ভালোবাসা যদি না থাকতো মানবজাতি স্বাভাবিক জীবন যাপনে হিমসিম খেতো। তবে এ কথা অস্বীকার করার নয়, ভালোবাসা অর্থের অংকে পরিমাপ করার মতো নয়। আবার মাঝে মাঝে বলতে ইচ্ছে হয়, এই অপ্রত্যাশিত বাক্যটি উচ্চারণ করে ভালোবাসা নামক শব্দটিকে অসম্মান করা নেহায়েত বোকামি। কারণ এটা বলতে দ্বিধা নেই, ভালোবাসা বর্তমান যান্ত্রিকযুগে এখনও বিদ্যমান।