চাঁন্দগাও ৪নং ওয়ার্ড রিয়াজউদ্দিন উকিল সড়কস্থ বশর বিল্ডিং সংলগ্ন মাঠে পঞ্চায়েত মহল্লা কমিটির উদ্যোগে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা গত ১৩ জুলাই অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁন্দগাও থানার ওসি মোহাম্মদ খায়রুল ইসলাম। সংগঠনের সভাপতি এসএম আলী আকবরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আই এইচ মোহাম্মদ মিয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সৈয়দ আবু বকর সিদ্দিকী, হাজী মনজুরুল হক, মো. শফিউল আলম সওদাগর, মোহাম্মদ নাজমুল হক, মো. জাহাঙ্গীর আলম বাবুল, মো. ইউসুফ, মোহাম্মদ হারুন, মো. বদিউল আলম, মো. মুবিনুর, এস এম মাসুদ হোসেন, মো. নুরুল আলম, মো. খোরশেদ আলম প্রমুখ। সভায় বক্তারা এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের উদ্বেগ প্রকাশ করে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথি ওসি মো. খাইরুল ইসলাম এ ব্যাপারে এলাকাবাসীকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় যে কোন বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।