চাঁন্দগাওয়ে মসজিদে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় শিবিরের সাথী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ মে, ২০২১ at ৫:১৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে তারাবির নামাজ আদায়কে কেন্দ্র করে মসজিদে বিশৃঙ্খলাকারী ছাত্র শিবিরের সাবেক সাথী ও বর্তমান জামায়াত নেতা আলী হায়দার (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আলী হায়দার চান্দগাঁও থানাধীন পূর্ব ফরিদার পাড়া এলাকার আবুল হাশেমের ছেলে। নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চলতি রমজানের দ্বিতীয় দিন ১৫ এপ্রিল চান্দগাঁও আবাসিক বি-ব্লক জামে মসজিদে তারাবি নামাজ আদায় করাকে কেন্দ্র করে একটি সহিংস ঘটনা সৃষ্টি করা হয়। এ ঘটনায় উচ্ছৃঙ্খলকারীদের অন্যতম সদস্য আলী হায়দার। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। তিনি আরও বলেন, গ্রেপ্তার আলী হায়দারকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে পেতে আদালতে একটি আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাড়তি জেটি বরাদ্দ ও ঈদের ছুটিতে পুরোদমে কাজের অনুরোধ
পরবর্তী নিবন্ধভেজাল বীজে ধানের ফলন বিপর্যয়