চাঁদ শাহ (রা.)’র ১৯৩তম ওরশ আজ

রাউজান প্রতিনিধি | রবিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:২৮ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে প্রশাসনের বিধি নিষেধ মেনে আজ রোববার রাউজান কদলপুর হযরত সৈয়দ চাঁদ শাহ (রা)’র ১৯৩তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ২’শ বছরের ধারাবাহিকতায় এই ওরশ অনুষ্ঠিত হচ্ছে। এবার ওরশে কোনো মেলা বসতে দেয়া হবে না বলে জানিয়েছেন হযরত মোক্তার শাহ খেদমত কমিটির পক্ষে শাহজাদা সৈয়দ মাকসুদুল আলম শাহ।

পূর্ববর্তী নিবন্ধকামাল উদ্দিন
পরবর্তী নিবন্ধঅসাম্প্রদায়িক দেশ গঠনে কাজী আরেফ-আবুল কালামের অবদান স্মরণীয় হয়ে থাকবে