চাঁদ দেখা গেছে, রোজা শুরু কাল

আজাদী অনলাইন | মঙ্গলবার , ১৩ এপ্রিল, ২০২১ at ৭:২৪ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) চাঁদ গেছে। আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) শুরু হবে ১৪৪২ হিজরি সালের রমজান মাস।
আজ মঙ্গলবার রাতে তারাবি নামাজ আদায় ও শেষ রাতে সেহরি খেয়ে কাল বুধবার প্রথম দিনের রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাংলানিউজ
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।
সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান সভাপতিত্ব করেন। সভা থেকে ঘোষণা করা হয় ১৪৪২ হিজরি সালের রমজান মাস ও লাইলাতুল কদরের তারিখ।
এদিকে মালয়েশিয়া, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশে গতকাল সোমবার (১২ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশগুলোতে রোজা শুরু হয়েছে আজ মঙ্গলবার।
ইসলামের বিধান অনুযায়ী রমজানের চাঁদ দেখা যাওয়ায় গতকাল সোমবার দিনগত রাতে সেহরি খেয়ে মঙ্গলবার রোজা রাখছেন ঐসব দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৪
পরবর্তী নিবন্ধলকডাউনে ব্যাংক-পুঁজিবাজারে লেনদেন ১০টা-১টা