চাঁদ দেখা গেছে, কাল ঈদ

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ৭:২০ অপরাহ্ণ

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শুক্রবার (২১ এপ্রিল) ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের চাঁদ দেখা সংক্রান্ত জাতীয় কমিটির সভা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের সৌদি আরবসহ ইউরোপের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার (২১ এপ্রিল) সেসব দেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়। দেশগুলো হলো- সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিসিয়া ও সুদান। সৌদির সঙ্গে মিল রেখে বাংলাদেশের বেশ কিছু জেলাতেও আজ শুক্রবার ঈদ পালিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে অস্ত্রের মুখে তামাক চাষীর পুত্রকে অপহরণ
পরবর্তী নিবন্ধওসিকে এএসআইয়ের ধাক্কা