চাঁদ উঠেছে

আলমগীর কবির | বুধবার , ১২ জুন, ২০২৪ at ৮:১১ পূর্বাহ্ণ

চাঁদ উঠেছে চাঁদ দেখে যাও

বলে হঠাৎ ডাকলো কে?

চিকন বাঁকা চাঁদের মুখে

হাসির রেখা আঁকলো কে?

চাঁদ ছড়ালো ফুল আলোকের

ফুলের রেণু মাখলো কে?

বাঁকা চাঁদের হাসি দেখে

মান অভিমান ভুললো কে?

সেই না হাসি ভাগ করে আজ

খুশির দোলায় দুললো কে?

মায়ের হাতের সেমাই খেয়ে

কাল হবে উৎফুল্ল কে?

খুশির সেরা ঈদের খুশি

বাড়ালো তার মূল্য কে?

আজ আকাশের আলোর দুয়ার

বলতে পারো খুললো কে?

পূর্ববর্তী নিবন্ধকোরবানি
পরবর্তী নিবন্ধঈদ আনন্দ দ্বিগুণ