চাঁদে ৪জি এলটিই নেটওয়ার্ক!

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:১৩ পূর্বাহ্ণ

নভোচারীদের জন্য চাঁদের পৃষ্ঠে ৪জি এলটিই সেলুলার নেটওয়ার্ক স্থাপন করতে চাচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। কাজটির জন্য ফিনল্যান্ডভিত্তিক মোবাইল প্রযুক্তি প্রতিষ্ঠান নোকিয়াকে নির্বাচন করেছে সংস্থাটি। প্রকল্প সম্পন্ন করতে নাসা নোকিয়াকে এক কোটি ৪১ লাখ ডলারের তহবিল দেবে। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট উল্লেখ করেছে, ২০২৪ সাল নাগাদ ফের চাঁদে যেতে চাইছে নাসা। ওই সময় যাতে নভোচারীরা নিজেদের মধ্যে নির্ভরযোগ্য পন্থায় কথা বলতে পারে, তা নিশ্চিত করতে চাইছে সংস্থাটি। খবর বিডিনিউজের।
নাসার সহযোগী প্রশাসক জেমস রয়টার জানিয়েছেন, ওই সেলুলার সেবা চন্দ্র আবাসস্থল ও এর পৃষ্ঠে ঘুরে বেড়ানো নভোচারীদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবে। এর মাধ্যমে এজেন্সি ও মহাকাশযানের মধ্যে যোগাযোগের একটি পথও উন্মোচিত হতে পারে। কীভাবে স্থল প্রযুক্তিকে নির্ভরযোগ্য, উচ্চ-মূল্যের যোগাযোগের জন্য চাঁদের পৃষ্ঠে বদলে দেওয়া যায় তা নাসা তহবিল কাজে লাগিয়ে খতিয়ে দেখতে পারবে নোকিয়া।
নোকিয়ার চুক্তিটি মূলত নাসার নতুন ‘আর্তেমিস’ তহবিলের অংশ। ওই তহবিলে মোট ৩৭ কোটি ডলার রয়েছে। এর অধিকাংশই ‘স্পেসএঙ’ ও ‘ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স এর মতো প্রতিষ্ঠানকে দিয়েছে নাসা।

পূর্ববর্তী নিবন্ধআমদানি কমায় নতুন শঙ্কা
পরবর্তী নিবন্ধআসছে ‘অ্যাপল সিলিকন ম্যাক’