চাঁদে অবতরণ করেছে চীনের মহাকাশযান

| রবিবার , ২ জুন, ২০২৪ at ১২:৪৮ অপরাহ্ণ

চীন দাবি করেছে তাদের ক্রুবিহীন মহাকাশযানটি সফলভাবে চাঁদের কিছুটা দূর পাশে অবতরণ করেছে। চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক জায়গা অবতরণ করেছে যা আজ পর্যন্ত অনাবিষ্কৃত ছিল।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ) জানিয়েছে, রোববার (২ জুন) স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদে দক্ষিণ মেরু-আইটকেন অববাহিকায় মহাকাশযান চেঞ্জ’ই-৪ অবতরণ করে। গত ৩ মে এই মহাকাশযানটি চাঁদে নতুন মিশন শুরু করে যার উদ্দেশ্য ছিল চাঁদ থেকে মূল্যবান পাথর এবং মাটি সংগ্রহ করা।

মহাকাশযানটির অবতরণ ঝুঁকিপূর্ণ ছিল, কারণ মহাকাশযানটি একবার চাঁদের দূরবর্তী প্রান্তে পৌঁছে গেলে যোগাযোগ করা প্রায় অসম্ভব ছিল। নাসা বলছে, মহাকাশযানটির উচ্চ ঝুঁকি নিয়ে চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে তিন দিন সময় লাগবে।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির চন্দ্র ভূতত্ত্বে বিশেষজ্ঞ অধ্যাপক জন পার্নেট-ফিশার ব্যাখ্যা করে বলেন, অনেকেই এই বিষয় নিয়ে বেশ আগ্রহী যে চাঁদে এমন কোন পাথর আছে যা আমরা আগে কখনো দেখি নাই। চাঁদ থেকে সংগ্রহ করা পাথরগুলো দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখা করে যাবে।

তিনি বলেন, যদি এই মিশন সফল হয় তাহলে, এটি মানুষের জানার ইচ্ছার বড় প্রশ্নগুলোর উত্তর দিতে সাহায্য করবে। যেমন গ্রহগুলো কীভাবে গঠিত হয়, কেন ভূত্বক তৈরি হয়, সৌরজগতে পানির উৎস কী এমন আরও অনেক উত্তর পাওয়া যাবে।

সিএনএসএ অনুসারে, মিশনের লক্ষ্য একটি ড্রিল এবং যান্ত্রিক হাত ব্যবহার করে প্রায় ২ কেজি উপাদান সংগ্রহ করা। চাঁদের দক্ষিণ মেরু-আইটকেন অববাহিকা একটি প্রভাবশালী গর্ত যা সৌরজগতের একটি অজানা বিষয়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার