চাঁদের বুড়ি নবশ্রী চৌধুরী | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৬ পূর্বাহ্ণ (৩২,৩৩৩) ইচ্ছে করে দূর আকাশে চাঁদের দেশে যাই, চাঁদের বুড়ির সাথে গিয়ে খুউব ভাব জমাই। চাঁদের বুড়ি সুতা কাটে চরকা নিয়ে বসে, তার সাথে বলব কথা খুউব ভালোবেসে। চাঁদের বুড়িকে বলব আমি যেও না আমাকে ভুলে, মনের কথা বলব তাকে মনটা পুরো খুলে।