অভিনেত্রী জয়া আহসানের একটি মনস্তাত্ত্বিক সিনেমার টিজার প্রকাশ হয়েছে। ‘ওসিডি’র নামের এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া। মাত্র ১৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারটি জয়া তার ফেইসবুকে প্রকাশ করেছেন সোমবার নিজের জন্মদিনে। তিনি লিখেছেন, চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ওসিডি। খবর বিডিনিউজের।
এই সাইকোলজিক্যাল ড্রামাটি পরিচালনা করেছেন ভারতীয় পরিচালক সৌকর্য ঘোষাল। জয়ার চরিত্রের নাম শ্বেতা। কোভিড মহামারীর সময়ে গল্পটি নিয়ে ভেবেছিলেন সৌকর্য। তারপর মহামারীর দাপট কমলে সিনেমার কাজ শুরু করেন। জয়া বলেছেন, ভারতসহ কয়েকটি জায়গায় চলচ্চিত্র উৎসবে সিনেমাটি দেখান হয়েছে। তবে মুক্তির তারিখ নিয়ে পরিচালক বা জয়া এখনো কিছু জানাননি। ২০১০ সালে ভারতে ‘আবর্ত’ সিনেমার মাধ্যমে প্রতিবেশী দেশটিতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন জয়া। এরপর গত ১৪ বছরে ঢাকা–কলকাতা মিলিয়ে একরাশ সিনেমায় অভিনয় করলেও ওপার বাংলাতেই জয়ার মূল ক্যারিয়ার গড়ে উঠেছে।
বর্তমানে কলকাতায় অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় ‘ডিয়ার মা’ সিনেমায় শুটিং করছেন জয়া। এছাড়া চলতি বছরে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আসছে তার নতুন ওয়েব সিরিজ।