পটিয়ায় চাঁদা না দেয়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১ টা নাগাদ উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটেছে।
ওই ব্যবসায়ী হাবিবুর রহমান বাদী হয়ে ৯ জনকে অভিযুক্ত করে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার পর পরিদর্শনে যায় পটিয়া থানা পুলিশ। ব্যবসায়ী হাবিবুর রহমান থানায় মোহাম্মদ ইলিয়াছ ওরফে সাদ্দাম (২৮), মোহাম্মদ আজিজ প্রকাশ ল্যাঙ্গা আজিজ (৩২), নাঈম (২৮), রহমান (২৯), দাউদুজ্জামান লিটন (৩৩), আলী হোসেন (২৮), মোহাম্মদ ফিরোজ (৩২) ও মোহাম্মদ আলমগীর (৩২) নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন। অজ্ঞাত আরো ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে উপজেলার শান্তিরহাট এলাকায় তিনটি বিভিন্ন দেশী ও বিদেশী ইলেকট্রনিঙ পণ্যের শো রুম নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। এছাড়াও পার্শ্ববর্তী আনোয়ারা উপজেলায়ও তার রয়েছে একই ব্যবসা। গত কিছুদিন ধরে কর্ণফুলী উপজেলার কিশোর গ্যাং লিডার ইলিয়াছ ওরফে সাদ্দাম ও আজিজ ওরফে ল্যাঙ্গা আজিজ ব্যবসায়ী হাবিবের নিকট চাঁদা দাবি করে আসছে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় গত ১ দিন আগে ইলিয়াছ ও আজিজ তাকে দেখে নেয়ার হুমকি দেয়।
এ বিষয়ে ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, ‘ইলিয়াছ ও আজিজ দীর্ঘদিন ধরে আমার নিকট চাঁদা দাবি করে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা না দেয়ায় তারা আমার ঘরে এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। ভাঙচুর ও লুটপাট করেছে। এসময় তারা শয়নকক্ষে ঢুকে আলমিরা ভেঙে ব্যবসায়িক নগদ ২ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।’
এ বিষয়ে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, ‘ব্যবসায়ীর ঘরে ঢুকে ভাঙচুর চালিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’