নগরীর ফয়’স লেক এলাকায় চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মো. আজাদ প্রকাশ কিরিচ আজাদ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চেয়ে না পেয়ে মারধর করা হয়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এসে আজাদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এরপর পুলিশ তাকে থানায় নিয়ে যায়। আকবরশাহ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, আজাদ প্রকাশ কিরিচ আজাদ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।












