সীতাকুণ্ডে চাঁদা না পেয়ে মারধর ও হুমকির মামলায় দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালত এ আদেশ দেন। জেল হাজতে যাওয়া দুজন হলেন, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জাহানাবাদ এলাকার মো. মুছার ছেলে মো. আলতাফ ও একই এলাকার মো. জামালের ছেলে মো. রনি।
মামলার বাদীপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, চাঁদাবাজি ও মারধরের মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন দুজন। সেই আবেদন নাকচ করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন বিচারক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১জানুয়ারি পরিবার নিয়ে বশর কন্ট্রাক্টরের বাড়ির মফিজুর রহমানের ভাড়াঘরে ভাড়াটিয়া হিসেবে প্রবেশ করেন আলতাফ। প্রবেশের পর কিছুদিন চুক্তি অনুযায়ী ভাড়ার টাকা পরিশোধ করলেও একপর্যায়ে শুরু করেন তালবাহানা। মাসিক ভাড়ার টাকা চাইলে দিতেন নানা অজুহাত। এভাবে চলতে থাকলে আলতাফকে ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে নোটিশ দেন মফিজুর রহমান। আর এতেই বাঁধে বিপত্তি। নোটিশ পেয়ে ক্ষিপ্ত আলতাফ নিজেকে ঘরের মালিক এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতে থাকেন। চাঁদা না দিলে ২০২০ সালের ১৫ ডিসেম্বর আলতাফ ও তার সহযোগীরা মফিজুর রহমানের স্ত্রী ও সন্তানের ওপর হামলা চালান। পরে এ ঘটনায় ভুক্তভোগী মফিজুর রহমান সীতাকুণ্ড মডেল থানায় আলতাফসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।