প্রথমে চাঁদা দাবি এবং পরবর্তীতে মামলা দায়েরের অভিযোগে সীতাকুণ্ড বাংলাবাজার এলাকায় একটি পরিবারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। মামলার বাদী রেহেনা বেগমের স্বামী মো. জাকির হোসেন অভিযোগ করেন, মামলার বিষয়ে জিজ্ঞাবাদ করতে পুলিশ আমার বাসায় এসেছিল। তারা চলে যেতে না যেতেই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পরে থানায় গিয়ে মামলার তদন্ত কর্মকর্তা ফারুক থানায় একটি জিডি করেছেন।
ঘটনার বিবরণে বাদীর স্বামী জাকির হোসেন জানান, বাংলাবাজার এলাকায় আমি একটা ফ্ল্যাট কিনেছি। স্থানীয় কিছু সন্ত্রাসী তখন থেকেই চাঁদা দাবি করে আসছিল। আমি স্পষ্ট বলে দিয়েছি চাঁদা দেবো না। এরপর আমি চট্টগ্রামের বাইরে থাকার সুযোগে সন্ত্রাসীরা গত ১৭ জুন সকাল সাড়ে দশটার দিকে দেশীয় অস্ত্র–সস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ির সামনে অবস্থান করে। সেই সময় আমার স্ত্রী ছেলে–মেয়েদের নিয়ে ব্যক্তিগত গাড়ি যোগে চট্টগ্রাম শহরের দিকে রওয়ানা করেন।
উক্ত সময় আমার বাসার অনুমান ১০০ ফুট সামনে অর্থাৎ ঘটনাস্থলে আসা মাত্রই সকল বিবাদীগণ তাদের গতি রোধ করে। তারা গাড়ির উপর অতর্কিতে হামলা করে। বিবাদীগণ তাদের হাতে থাকা লাঠি–সোটা দিয়ে আমার গাড়ি ভাঙচুর করে। তারা আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং চালককে মারধর করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। বিষয়টি স্ত্রী আমাকে জানান। আমি থানায় গিয়ে মামলা করতে বলি। পরে আমার পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে থানায় গিয়ে নয়জনকে এজাহারভুক্ত আসামি করে এবং ২০/২৫ জনকে অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন, মো. বাবুল খান (৪৫), মো. রাশেদ (৩২), রহিত খান (১৯), মো. ইরফান (২১), প্রমি (২৩), দিদার (৪২), তৌফিকুল হাবিব (৪৫), ইরাম খান (১৯) ও নয়ন (২৩)।












